টুয়েলভ রিভারস হসপিটাল এন্ড হেলথকেয়ার ট্রাস্টের ফ্রি মেডিকেল ক্যাম্প

Free Medical Campaign of Twelve Rivers Hospital & Healthcare Trust 

করিমগঞ্জে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ পেলেন  হাজার হাজার মানুষ

২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দেশের সকল ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধন ‘ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড-সিসিসিএল’। এ উপলক্ষে সিসিসিএল’র সার্বিক সহযোগিতায় আয়োজন করা হয় বিশেষ চিকিৎসা সেবা ক্যাম্প। গত ২০ এপ্রিল, পূর্বাচল নতুন শহরে অবস্থিত ক্লাবটির নিজস্ব দপ্তরে আয়োজিত ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে ‘টুয়েলভ রিভারস হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার ট্রাস্ট’। চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন সিসিসিএল’র সাধারণ সম্পাদক আশরাফ হোসেন এবং ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ অ্যাসোসিয়েশনের সভাপতি পারভীন মাকসুদ মিমি। এসময় উপস্থিত ছিলেন টুয়েলভ রিভারস হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট মো. রাসেল তালুকদার। সকাল সাড়ে দশটা থেকে শুরু হয়ে দুপুর আড়াইটা নাগাদ চলে বিনামূল্যের এই চিকিৎসা সেবা ক্যাম্প। এ সময় সিসিসিএল সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি ও পেশার ১৩৮ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও অন্যান্য স্বাস্থ্য সেবামূলক পণ্য প্রদান করা হয়। মহতী এই উদ্যোগে চিকিৎসা সেবা প্রদান করেছেন দন্ত চিকিৎসক তানভীর ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ ডা. রাহাত, মেডিসিন বিশেষজ্ঞ ডা. আল আমিন প্রমুখ। চিকিৎসা সেবা ক্যাম্প চলাকালে সেবা গ্রহণকারীদের মাঝে বিনামূল্যে ওষুধ এবং স্বাস্থ্য সেবামূলক পণ্য তুলে দেন ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডের সভাপতি তারিক আবুল আলা’র সহধর্মিণী মিসেস আইভি। বিনামূল্যের চিকিৎসা সেবা ক্যাম্প আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছেন নাভানা টয়োটা, ওমেগা হাসপাতাল ও মাইলস্টোন কলেজ।

উলেস্নখ্য, ২০০৩ সালে গঠিত হয়েছিল দেশের সকল ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের বন্ধন ‘ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেড-সিসিসিএল। এরই ধারাবাহিকতায় প্রাক্তন ক্যাডেটদের মানবিক উদ্যোগ ‘টুয়েলভ রিভারস হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার ট্রাস্ট’ প্রতিষ্ঠিত হয় ২০২০ সালে। প্রতিষ্ঠাকাল থেকেই এই ট্রাস্ট কাজ করছে সাম্যভিত্তিক চিকিৎসা সেবা প্রদান ও স্বাস্থ্যসেবা খাতে গুণগতমানের পরিবর্তন আনয়নের মহান লক্ষ্য নিয়ে। বিজ্ঞপ্তি

Source :  টুয়েলভ রিভারসের চিকিৎসাসেবা ক্যাম্প (jaijaidinbd.com)

 

The 21st anniversary was celebrated by ‘Cadet College Club Limited-CCCL’, the bond of former students of all cadet colleges in the country. On this occasion, a special medical service camp was organized with the overall cooperation of CCCL. On April 20th, the camp was held at the club’s own office located in Purbachal New Town, where free medical services were provided by ‘Twelve Rivers Hospital and Health Care Trust’. The medical service camp was inaugurated by CCCL’s General Secretary Ashraf Hossain and Mymensingh Girls Cadet College Association President Parveen Maksud Mimi. Also present at the event was Vice President of Twelve Rivers Hospital and Health Care Trust Md. Russell Talukdar. The free medical service camp ran from 10:30 AM to 2:30 PM. During this time, free medical services, medicines, and other health service products were provided to 138 patients from various classes and professions associated with CCCL. The noble initiative was supported by dental surgeon Tanvir Islam, eye specialist Dr. Rahat, medicine specialist Dr. Al Amin, among others. During the medical service camp, CCCL President Tariq Abul Ala’s wife, Mrs. Ivy, handed out free medicines and health service products to the service recipients. The free medical service camp was sponsored by Navana Toyota, Omega Hospital, and Milestone College.

It is worth mentioning that ‘Cadet College Club Limited-CCCL’, the bond of former students of all cadet colleges in the country, was established in 2003. Following this, the humanitarian initiative of former cadets, ‘Twelve Rivers Hospital and Health Care Trust’, was established in 2020. Since its inception, this trust has been working with the noble goal of providing equitable medical services and bringing qualitative changes in the healthcare sector. Notice.

Source : টুয়েলভ রিভারসের চিকিৎসাসেবা ক্যাম্প (jaijaidinbd.com)

বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প

বিজয় মাস উপলক্ষ্যে ফ্রী মেডিকেল ক্যাম্প

বিজয় মাস উপলক্ষ্যে ফ্রী মেডিকেল ক্যাম্প
লক্ষ শহীদ ও মুক্তিযোদ্ধাদের সম্মানে দেশের বারোটি ক্যাডেট কলেজের পক্ষ থেকে টুয়েলভ রিভার্স হসপিটাল এন্ড হেলথকেয়ার ট্রাষ্ট সকাল ৯:৩০ থেকে দুপুর ৩:০০ পর্যন্ত একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করছে আজ শুক্র বার , ১৫ ই ডিসেম্বর ২০২৩
টুয়েলভ রিভার্স ট্রাস্ট আগত সকল চিকিৎসা সেবা গ্রহণকারীদের সম্পূর্ণ বিনামূল্যে নিন্মোক্ত সেবা দিচ্ছে
১ – বিনামূল্যে গাইনী , শিশু , মেডিসিন ও চর্ম রোগে চিকিৎসা দিচ্ছে
২ -বিনামূল্যে সকল ওষুধ সরবারহ দিচ্ছে
৩ – বিনামূল্যে দাঁতের চিকিৎসা দিচ্ছে
৪ – বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করছে
৫ – বিনামূল্যে মেডিকেল কার্ড বিতরন করছে ( এই মেডিকেল কার্ড ধারীরা নির্ধারিত হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সারা বছর সকল টেস্টে ৫০ % মূল্যছাড় পাবেন )
৬- বিনামূল্যে বিশেষজ্ঞ স্বাস্থ্য পরামর্শ দিচ্ছে
স্থানীয় বাসিন্দাদের সমাগমে আয়োজনটিতে যথেষ্ঠ প্রাণ চাঞ্চল্যতা দেখা যাচ্ছে
ফ্রি মেডিকেল ক্যাম্প করেছে টুয়েলভ রিভার্স হসপিটাল অ্যান্ড হেলথকেয়ার ট্রাস্ট

টুয়েলভ রিভার্স হসপিটাল অ্যান্ড হেলথকেয়ার ট্রাস্ট, মিরপুর শাখা প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে গতকাল শুক্রবার (20 ই অক্টোবর, ২০২৩)।এ সময় উপস্থিত রোগীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা, ওষুধ এবং অন্যান্য স্বাস্থ্যসেবামূলক পণ্য দেওয়া হয়। ক্যাম্পে দাঁতের চিকিৎসাও বিনা মূল্যে প্রদান করা হয়। গতকাল সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই সেবামূলক কার্যক্রম চলে।

সব মিলিয়ে ১৮৮টি পরিবারকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ সিদ্দিকি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পুরো আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে সিটি ব্যাংক লিমিটেড। অনুষ্ঠানটির আয়োজনে সহায়তা করেছেন ডা. তানভীর ইসলাম (ডেনটিস্ট), ডা. আশিকুর রেজা (ডেনটিস্ট), ডা. আল আমিন (মেডিসিন), ডা. শাহারিন হক (গাইনি ও শিশু), নার্স শারমিন আক্তার, জান্নাতুল রাইসা ও আলিসা কবির।

টুয়েলভ রিভার্স হসপিটাল অ্যান্ড হেলথকেয়ার ট্রাস্ট প্রতি মাসে এই ক্যাম্পের আয়োজন করে। এই ট্রাস্ট দেশের ১২টি ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেট কর্তৃক পরিচালিত একটি অলাভজনক প্রতিষ্ঠান।

The Twelve Reverse Hospital and Healthcare Trust has organized a free medical camp.

Twelve Reverse Hospital and Healthcare Trust organized a free medical camp at its Mirpur branch yesterday (20th of October,2023) During this event, patients received medical services, medications, and various health-related products free of charge. Dental treatments were also provided without any cost. This service-oriented program continued from 9 AM to 4 PM.

A total of 188 families benefited from the medical services provided. Brigadier General Saeed Siddiqi graced the occasion as a guest of honor. The City Bank Limited sponsored the entire event. The program received assistance from Dr. Tanvir Islam (Dentist), Dr. Ashiqur Reza (Dentist), Dr. Al Amin (Medicine), Dr. Shaharin Haque (Gynecology and Pediatrics), Nurse Sharmin Akhtar, Jannatul Raisa, and Alisa Kabir.

Twelve Reverse Hospital and Healthcare Trust organizes this camp every month. This trust operates as a non-profit organization managed by former cadets of twelve cadet colleges across the country.

Source: https://www.prothomalo.com/bangladesh/551tn4iv0m